Advertisement

Responsive Advertisement

তেলিয়ামুড়ার জঙ্গলে ট্রেনের ধাক্কায় গুরুতর জখম একটি বন্য হাতি

তেলিয়ামুড়া, ২৯ ডিসেম্বর: ট্রেনের ধাক্কায় গুরুতর আহত একটি বন্য হাতি। কোমর এবং পেছনের পায়ে আঘাত লাগে। ঘটনা তেলিয়ামুড়া মহকুমার মহারানীপুর কপালিটিলাস্থিত শালবাগান রেল রাস্তা সংলগ্ন গভীর বনাঞ্চলে। আগরতলা থেকে ধর্মনগরগামী দ্রুতগামী ট্রেন তেলিয়ামুড়া স্টেশন ছেড়ে আমবাসার অভিমুখে যাবার পথে শালবাগান এলাকায় রেলপথ পার হচ্ছিল ওই বন্য হাতিটি ওই সময় ট্রেনটি হাতিকে ধাক্কা দেয়। এর ফলে গুরুতর জখম হয় হাতিটি বলে খবর।
পরবর্তী সময় ঘটনার খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছান তেলিয়ামুড়া মহকুমার বিভাগের কর্মীরা ও চিকিৎসা শুরু করেন। বর্তমানে বন্য দাঁতাল হাতি রেল রাস্তার পাশ থেকে হামাগুড়ি দিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নিয়েছে।
সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে খোয়াই জেলা বন আধিকারিক অক্ষয় বালোভদ্র, এই দুর্ঘটনার জন্য সরাসরি রেল দপ্তরের দিকে আঙ্গুল তুলেছেন। তার বক্তব্য, তেলিয়ামুড়া থেকে মুঙ্গিয়াকামী রেল স্টেশন পর্যন্ত বনাঞ্চল রয়েছে এবং বন্য দাঁতাল হাতির বিচরণ ভূমি সেই বিষয়কে মাথায় রেখে এই দুই স্টেশন অতিক্রম করার জন্য রেলের গতি কমানোর কথাও রেল দপ্তরকে জানানো হয়েছে। এরপরও ট্রেনের লোকো পাইলটরা তীব্র গতিতে এই জায়গায় ট্রেন চালান বলে অভিযোগ।
সেই সঙ্গে তিনি আরো জানান, বর্তমানে হাতির অবস্থা স্থিতিশীল। যদিও রবিবার সকালে পশু চিকিৎসকের একটি দল ওই এলাকায় পৌঁছে  হাতিকে সুস্থ করার জন্য চিকিৎসা চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে খবর পেয়ে বনমন্ত্রী অনিমেষ দেববর্মা নিজে হাতিটির খোঁজখবর নিয়েছেন এবং বনাধিকারীদের নির্দেশ দিয়েছেন হাতে টিকে সুস্থ করে তোলার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করার। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ