Advertisement

Responsive Advertisement

মৃত শিল্পীর পরিবারের হাতে ৫৫হাজার টাকা তোলে দিলেন অন্যান্য শিল্পীরা


আগরতলা, ১ জানুয়ারি: বুধবার ইংরেজি নববর্ষের দিন ত্রিপুরা বিধানসভা স্পিকার বিশ্ববন্ধু সেনের উপস্থিতিতে ধর্মনগরের বাসিন্দা প্রয়াত শিল্পী রাজদীপ চৌধুরীর পরিবারে হাতে ৫৫ হাজার টাকা তুলে দেওয়া হয় রাজদীপের পরিবারের শুভাকাঙ্ক্ষী কিছু শিল্পী বৃন্দ'র তরফে। আগরলার বিধানসভা ভবনে স্পিকারের কক্ষে এই অর্থরাশি তোলে দেওয়া হয়। মূলত মৃত শিল্পীর মেয়ে রুদ্রাশী চৌধুয়ারির জন্য এই অর্থরাশি তোলে দেওয়া হয় বলে জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট শিল্পী সুমন মজুমদার। এই বিষয়ে তিনি বলেন, সকলের অকৃত্রিম ভালোবাসার জন্য সবাই মিলে ৫৫হাজার টাকা ছোট্ট মেয়েটির মায়ের হাতে তুলে দেওয়া সম্ভব হয়েছে। এভাবে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতেও সকলে পাশে থাকবেন বলে আশা ব্যক্ত করেন। 
গত কিছু দিন আগে ধর্মনগরের বাসিন্দা রাজদীপ চৌধুরীর মৃত্যু হয়। এর ফলে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় পরিবার। এই পরিস্থিতিতে মৃত শিশুকন্যার সহায়তায় এগিয়ে আসেন রাজ্যের শিল্পীরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ