Advertisement

Responsive Advertisement

৬ দফা দাবিতে সারা দেশের সঙ্গে রাজ্যেও ডেপুটেশন বিএমএস'র


আগরতলা, ১৮ মার্চ: ইপিএফ এবং ইএসআই ভুক্ত কর্মচারীদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করা, পেনশন ন্যূনতম ৫ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে দেশ জুড়ে কর্মসূচিতে মিলিত হয়েছে রাষ্ট্রবাদী সংঘঠন বি এম এস। মঙ্গলবার দেশের প্রতিটি জেলায় জেলা শাসকের মাধ্যমে এরা ডেপুটেশন দেয় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে। রাজ্যের ৮ জেলাতেও এদিন এই কর্মসূচি পালিত হয়। আগরতলায় বি এম এস'র উদ্যোগে একটি বিরাট মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমার পর পশ্চিম জেলা শাসকের কার্যালয়ের সামনে যায়। সেখানে এক প্রতিনিধি দল জেলাশাসকের কাছে দাবি সনদ পেশ করেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রীর উদ্দেশে। মোট ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়েছে। মিছিলে কর্মচারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ