Advertisement

Responsive Advertisement

খেলাঘর


শেলী পাল 

পাথরের প্রাচীর ঘেরা 
শক্ত বেষ্টনীতে মোড়া 
ছিল যে ভাঙা, রক্ত ঝরা হৃদয়খানা। 
হঠাৎই হাওয়ার ঝোঁকে 
দিলে একটি পাথর খসিয়ে। 
নির্মল আনন্দের ইকটু আশায় 
বাতাসের আনাগোনা। 
গোলাপের পাপড়ি নিংড়ে 
সুগন্ধি প্রলেপ মাখিয়ে 
চেয়েছিলে ক্ষত ভরে দিতে। 
মনে হয়েছিল তুমি দেবদূত 
এসেছ খুশির ঝোলা নিয়ে। 
কিছুটা সময় যে তোমার 
ছিল আঁকিবুকি খেলবার 
অবোধ হৃদয় পারেনি বুঝিবার। 
সাঙ্গ করে খেলা, চলে গেলে অছিলায়
হৃদয়ের বেদনা, অশ্র ঝরে নিরালায়। 
কি সুখ পেয়েছ মিছামিছি খেলায় 
বিশ্বাস ভঙ্গ করে, আর স্বপ্ন দেখিয়ে?? 
ছিল তো বেশ, তার নিজের খেয়ালে 
যুক্তি তর্ক দিয়ে আনলে প্রাচীর ডিঙিয়ে। 
অঞ্জলি ভরে তুলে ছিল ফুল 
তোমার পূজার তরে 
চলে গেলে সে ফুল মাড়িয়ে
নূতন প্রাচীর ভাঙতে।। 
গভীর দুঃখের সাগরে 
এক হাহাকার থাকে, 
যদি সেখানে আগুন লাগে 
পারে না যে কেউ টিকে থাকতে।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ