Advertisement

Responsive Advertisement

কাকভোর



সম্পা বৈদ্য 

উল্টা গুনতে থাকলাম ১০০ থেকে ১।
ঘুম না আসলে নাকি কাজ দেয় বেশ!
ঘুমানোর চেষ্টা করলাম অনেক,
শেষে ঘুমের ঔষধ ও।
তবু ঘুম এলো না।
তবু ভোর হলো না।
অবশেষে,
আজ প্রথম কাকের কন্ঠস্বর 
এতো মধুর লাগলো!
ঠিক তখনি পাশের বাড়ির কাকিমা 
তার মেয়েকে ডাকলো
 "উঠো...... পড়তে বসো।"
আমি মনে মনে বলতে লাগলাম 
"তোমার পায়ে পরি কাকিমা,
ওকে ঘুমাতে দাও।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ