Advertisement

Responsive Advertisement

নির্বাচন পরিস্থিতি খতিয়ে দেখতে তিন সদস্যের প্রতিনিধি দল প্রতিনিধি দল আগরতলায়


আগরতলা, ২৩ জানুয়ারী: রাজ্যের নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার রাজ্যে আসলেন জাতীয় নির্বাচন কমিশনের তিন সদস্যের বিশেষ পরিদর্শক টিম।তারা হলেন যোগেন্দ্র ত্রিপাঠি, বিবেক জহরী এবং বি মুরলী কুমার। মঙ্গলবার আগরতলার রাজ্য অতিথিশালায় নির্বাচন দপ্তরের অধিকারীকদের, পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে এবং সকল জেলার পুলিশ সুপার ও জেলাশাসকদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। 
সম্প্রতি নির্বাচন ঘোষণার পর রাজ্যে সংগঠিত হওয়া একাধিক রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ লিপিবদ্ধ হয় নির্বাচন দপ্তরের খাতায়, বিশেষ করে আগাম অনুমতি ছাড়া কংগ্রেস দলের মিছিল এমনকি রাজ্যের এক মন্ত্রীর সঙ্গে প্রকাশ্য রাস্তায় ওসালিন আচরণ করার বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে। আর তাই পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসেন এই প্রতিনিধি দল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ