আগরতলা, ৩০ জানুয়ারী : আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সোমবার ছিল শেষ দিন। শেষ দিনে রাজ্যে ২২৮ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর আগে ২৭ জানুয়ারি পর্যন্ত ৭৭ জন তাদের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। সব মিলিয়ে আজ পর্যন্ত ৩০৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আজ সন্ধ্যায় পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে এই সংবাদ জানান। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে আজ যাতে আগ্রহী সমস্ত প্রার্থীই তাদের মনোনয়নপত্র জমা দিতে পারেন সেই জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল। কারুরই যাতে কোন সমস্যা না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হয়েছিল। রাজ্যের কোন অংশ থেকেই মনোনয়নপত্র জমা দেওয়া ঘিরে কোন সমস্যার কথা সন্ধ্যা পর্যন্ত কমিশনে কেউ জানাননি। সর্বত্র শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে মনোনয়নপত্র দাখিল করার কাজ সম্পন্ন হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, এটাই হচ্ছে নির্বাচন কমিশনের জিরো পোল ভায়োলেন্স।
সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচনী আধিকারিক সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ সম্পন্ন হওয়ায় সমস্ত রাজনৈতিক দলগুলি থেকে শুরু করে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান, ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ২৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছিলেন। প্রার্থীপদ প্রত্যাহারের পর্ব শেষ হয়ে যাওয়ার পর কতজন প্রার্থী এবার প্রতিদ্বন্দিতায় থাকবেন তা স্পস্ট হবে। তিনি জানান আগামীকাল মনোনয়নপত্রগুলি পরীক্ষা করে দেখা হবে। যে ২৫ জন পর্যবেক্ষক নির্বাচনের জন্য ইতিমধ্যেই রাজ্যে এসে পৌঁছেছেন তারা আগামীকাল মনোনয়নপত্র পরীক্ষার সময় উপস্থিত থাকবেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ২ ফেব্রুয়ারি। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, যে সমস্ত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন তাদের জন্য আজ থেকেই নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক ঊষাজেন মগও উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ