মোস্ক : রাশিয়ার-ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনকে নিরাপত্তা সহায়তার প্যাকেজ দিচ্ছে মার্কিন প্রতিরক্ষা দফতর। নতুন সহায়তা হিসেবে আড়াইশ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করা হয়েছে মার্কিনের তরফে। নতুন এই সহায়তা প্যাকেজে রয়েছে স্ট্রাইকার সাঁজোয়া গাড়িসহ অত্যাধুনিক অস্ত্রসস্ত্র।
যুদ্ধের মাঝে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছে ভারী ভারী ট্যাংক চেয়েছিলেন। মার্কিনিরা সহায়তার হাত বাড়ালেও এপ্যাকেজে সেটি নেই। এখন পর্যন্ত ইউক্রেনকে যতগুলো প্যাকেজ সহায়তা হিসেবে দেওয়া হচ্ছে এর মধ্যে এটি দ্বিতীয় বৃহত্তম।
0 মন্তব্যসমূহ