Advertisement

Responsive Advertisement

সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে বাড়িতেই করে নিন ফেসিয়াল


যেদিন থেকে লকডাউন শুরু হয়েছে, খাটাখাটনির পরিমাণ যেন বেড়ে তিনগুণ হয়ে গেছে! যে সব মেয়ে এতদিন অফিস করতেন, তাঁদের বেশিরভাগেরই ওয়ার্ক ফ্রম হোম হয়ে যাওয়ায় অফিসের কাজ তো করতে হচ্ছেই, সেই সঙ্গে বাড়িতে থাকার সুবাদে ঘরের কাজ থেকেও রেহাই মিলছে না! অন্যদিকে যাঁরা হোমমেকার, তাঁদেরও পরিশ্রম বেড়ে গেছে কারণ বাড়ির প্রতিটি সদস্যই সারাক্ষণ বাড়িতে থাকছেন, ফলে এটা ওটা কাজকর্ম লেগেই থাকছে। স্বাভাবিকভাবেই ক্লান্তির ছাপ পড়ছে মুখে! পার্লার বন্ধ থাকার কারণে একটু যে ফেসিয়াল করিয়ে আসবেন, সে সুযোগও মিলছে না! ফলে চোখের কোলে আরও গাঢ় হয়ে চেপে বসছে কালি, ব্রণ, ব্ল্যাকহেডসের দাপটে বিবর্ণ দেখাচ্ছে মুখ!




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ