Advertisement

Responsive Advertisement

ত্রিপুরা বিধানসভা নির্বাচন-২০২৩ উপলক্ষ্যে সোনামুড়া মহকুমায় ভোটগ্রহণ কর্মীদের মহড়া











সোনামুড়া, ১ফেব্রুয়ারী : আসন্ন ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে গত ৩১ জানুয়ারি সোনামুড়া নতুন টাউনহলে ২০-বক্সনগর, ২১- নলছড় (এসসি), ২২-সোনামুড়া এবং ২৩-ধনপুর বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের ভোটগ্রহণ কর্মীদের প্রথম পর্যায়ের মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় সংশ্লিষ্ট ৪টি বিধানসভা এলাকার রিটার্নিং অফিসারগণ ভারতের নির্বাচন কমিশনের নীতি নির্দেশিকা অনুযায়ী ভোটগ্রহণের কাজে নিযুক্ত ভোট কর্মীদের ভোটগ্রহণের প্রক্রিয়া ও পদ্ধতির বিষয়ে প্রশিক্ষণ দেন। প্রথম পর্যায়ের এই মহড়ায় ২১৪ জন প্রিসাইডিং অফিসার, ২৬৯ জন প্রথম পোলিংপার্সন, ৪২৮ জন দ্বিতীয় পোলিংপার্সন, ২০৮ জন তৃতীয় পোলিংপার্সন এবং ১৬৯ জন গ্রুপ ডি কর্মী সহ মোট ১ হাজার ২৮৮ জন ভোটগ্রহণ কর্মী অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের সহকারি আরওগণ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ