আগরতলা, ২৬ শে ফেব্রুয়ারিঃ আজ আগরতলা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা এবং পরিচালন কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হলে সকালে শুরু হয় সাধারণ সভার কাজ। সভাপতি মন্ডলীতে ছিলেন বিশিষ্ট সাংবাদিক চিত্রা রায়, মনিময় রায়, কৃষ্ণপদ কর্মকার এবং প্রাক্তন টি সি এস অফিসার বিশিষ্ট লেখক সুভাষ দাস। বার্ষিক সাধারণ সভার শুরুতে সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন বিদায়ী কমিটির সম্পাদক প্রণব সরকার। আলোচনা করেন পারিজাত দত্ত, নারায়ণ পাটারী, চিত্রা রায়, সুভাষ দাস, হরিহর দেবনাথ, সুস্মিতা রায়, কৃষ্ণপদ কর্মকার, দেবানন্দ দাম, জয়ন্ত ভট্টাচার্য সহ আরো অন্যান্ন সদস্য এবং সহযোগী সদস্যরা। বেলা একটায় পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হয় ভোট গ্রহণের কাজ। নির্ধারিত সময় পর্যন্ত ২৫২ জন ভোটারের মধ্যে ২১৫ জন ভোট দান করেন। এর পর অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে ভোট গণনার কাজ শুরু হয়। গণনা শেষে রিটার্ণিং অফিসার সন্দীপ দত্ত চৌধুরী বিজয়ীদের নাম ঘোষণা করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং আজকের নির্বাচনে জয়ীদের নিয়ে নবনির্বাচিত পরিচালন কমিটি গঠিত হয়। সভাপতি - জয়ন্ত ভট্টাচার্য, সহ সভাপতি - সৈয়দ সাজ্জাদ আলী, সম্পাদক - রমাকান্ত দে, সহসম্পাদকদ্বয় - কমল চৌধুরী ও অভিষেক দে, কোষাধ্যক্ষ - রঞ্জন রায়, পাঁচজন কার্যকরী সদস্য হলেন মিহির লাল সরকার, অভিষেক দেববর্মা, সৌরজিৎ পাল, অভিজিৎ ভট্টাচার্য ও মনীশ লোধ। সুষ্ট এবং শান্তিপূর্ণ পরিবেশে গোটা পক্রিয়া শেষ হওয়ায় রিটার্নিং অফিসার সকলকে অভিনন্দন জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ