Advertisement

Responsive Advertisement

তেলিয়ামুড়ায় লোকালয়ে বাঘদাস, বাঘ ভেবে আতঙ্কিত মানুষ

তেলিয়ামুড়া, ১মার্চ : তেলিয়ামুড়া বনদপ্তরের অধীনে করইলং এলাকার বাসিন্দা রতন দেবনাথের বাড়ির কাঁঠাল গাছে বাঘের মত একটি বন প্রাণী দেখতে পান।  সঙ্গে সঙ্গে রতন দেবনাথ তেলিয়ামুড়াস্থিত বনদপ্তরে খবর পাঠায়। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে এসে  লম্বা বাঁশ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ওই বনপ্রাণীটিকে তাড়িয়ে দেয়। এটিকে ধরতে ব্যার্থ বনকর্মীরা। সাধারণ মানুষ ভালো করে লক্ষ্য করে পরবর্তী সময়ে বুঝতে পারেন এটি বন্য বিড়াল জাতিয় প্রাণী, যাকে বাঘদাস বলা হয়। কিন্তু সাধারণ মানুষের দাবী ছিল প্রাণীটিকে ধরে যেন অন্যত্র নিয়ে যায়। কারণ এই প্রানীরা হাঁস মুরগিসহ অন্যান্য প্রাণী হত্যা করে খায়। তাই তারা এটিকে ধরে অন্যত্র নিয়ে যাওয়ার দাবি জানান। এটি ধরে না নিয়ে গেলে পরবর্তী সময় আবার গ্রামীণ এলাকায় এসে গৃহপালিত প্রাণীর উপর আক্রমণ চালাতে পারে বলে তাদের ধারণা। তাই সাধারণ মানুষের হাতে এই প্রাণীটির প্রাণ যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। 
এদিকে বনকর্মী প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, প্রয়োজন বোধ করিনি তাই বন বিড়ালটিকে পাকড়াও করিনি। এলাকাবাসী অভিযোগ বর্তমান মহাকুমা বনাধিকারীক দায়িত্ব গ্রহণের পর কর্মসংস্কৃতি লাঠে উঠেছে। তিনি যতটুকু বাকপটু তার বিপরীতে ততটুকু বা তার বেশি ফাঁকিবাজ। যার ফলে তার কলঙ্কের ভার নিতে হচ্ছে গোটা দপ্তরকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ