আগরতলা, ২৮ফেব্রুয়ারী : কেন্দ্রীয় মন্ত্রী হলেও অতি সাধারণভাবে জীবনযাপন করা ও সাধারণ মানুষের সঙ্গে খুব সহজেই মিশে তাদের সমস্যার কথা জানতে পারার গুনটি প্রতিমা ভৌমিকের সহজাত। শুধুমাত্র মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যার কথা জানাই নয় তাদের সমস্যার সমাধান করা, কি করলে মানুষ সবচেয়ে বেশি উপকৃত হবেন তার জন্য সব সময় চেষ্টা থাকে। তাইতো তিনি সকলের প্রিয় দিদি। মানুষই তাকে জননেত্রী আক্ষায় আখ্যায়িত করেছে। বর্তমান সময়ে সারা দেশে তাঁর মত নেতানেত্রী খোঁজে পাওয়া কষ্টকর। যেখানে যান খুব সহজেই তিনি মানুষের সঙ্গে মিশে যেতে পারেন। চলাফেরা অত্যন্ত সাধারণ। যেখানে মাঝারি স্তরের নেতারাও জাঁকজমক ভাবে কনভয় নিয়ে চলাফেরা করে, সেখানে তিনি সবসময় সাধারণভাবে মানুষের সঙ্গে মিশে চলাফেরা করতে স্বাচ্ছন্দ বোধ করেন। মঙ্গলবার আবারও তাঁর উদারতার নজির পাওয়া গেল। এদিন সাংগঠনিক কাজে ঊনকোটি এবং উত্তর জেলা সফরে যান। আগরতলা থেকে তিনি ট্রেনে করে যান। বেশিরভাগ সময় এভাবে তিনি ট্রেনে করেই যাতায়াত করেন। শুধুমাত্র রাজ্যেই নয়, দেশের অন্যান্য জায়গাতে গেলেও এভাবেচলাফেরা করেন। তাই তিনি সকলের জন্য প্রিয় জননেত্রী প্রতিমা ভৌমিক।
0 মন্তব্যসমূহ