Advertisement

Responsive Advertisement

হিন্দি ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে আগরতলায় কর্মসূচি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির

আগরতলা, ২১ফেব্রুয়ারি : অন্যান্য সংস্থার পাশাপাশি অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখার উদ্যোগেও মঙ্গলবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। এদিন আগরতলার উজ্জ্বয়ন্ত প্রসাদের সামনে কমিটির সদস্যরা এবং ছাত্রছাত্রীরা পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে ১৯৫২ ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন।
পাশাপাশি এদিন শিক্ষা বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে প্রতিবাদ দিবসও পালন করা হয় তাদের উদ্যোগে। এই কর্মসূচিতে উপস্থিত বক্তা হরেকৃষ্ণ ভৌমিক বলেন, ভারত সরকারের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হিন্দি ভাষাকে সারা দেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এই লোককে তিনি রাষ্ট্রপতির কাছে একটি প্রস্তাব পেশ করেছেন। অতীত ইতিহাস বলছে হিটলার এবং মুসোলিনি উগ্রর জাতীয়তাবাদের মাধ্যমে নিজ দেশে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করেছিলেন, ঠিক একইভাবে ভারতের বিজেপি সরকার হিন্দি ভাষাকে চাপিয়ে দিয়ে দিতে চাইছে সারা দেশে উগ্র জাতীয়তাবাদ তৈরি করে গৃহযুদ্ধ সৃষ্টির জন্য। হিন্দিকে এভাবে চাপিয়ে দিলে  দেশের জাতীয়তাবাদ এবং ঐক্য বিনষ্ট হবে বলেও তারা উদ্বেগ প্রকাশ করেন। সেই সঙ্গে তিনি সকলের প্রতি আহ্বান রাখেন হিন্দি চাপিয়ে দেওয়ার বিষয়টির বিরোধিতা করার জন্য।

** এই বিষয়ে ভিডিও প্রতিবেদন দেখতে আমাদের tripuraconnect ফেসবুক পেজটি অনুগ্রহ করে ফলো করুন।
https://fb.watch/iQeEVsalNB/

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ