**পট ভূমিকায় অনন্ত অপেক্ষা**
সংগীতা দেওয়ানজী
তোমায় ভেবে হঠাৎ ভীষণ একলা লাগে,
রাতের আঁধার চোখের জলে সাঁতার কাটে।
শরীরের ভেতর জেগে ওঠা,
শরীরের মতো ঘন আঁধার পেরিয়ে আসে ভোর,
আমি গান্ধারীর আলো না ফোটা তোমার অপেক্ষাতে।
বিষন্ন সন্ধ্যার মেদুরতা আমার,
তুলসী তলার প্রদীপের আলোকেও ম্লান করে দেয়,
পট ভূমিকায় অনন্ত অপেক্ষা তোমার পথ চেয়ে।
ঠোঁটের কোণে ঝুলিয়ে রাখা,
যাযাবর হাসিতে ঢেকে দিয়ে চলে গেলে যেদিন,
বুঝিনি সব মিথ্যে ছিলো-
ফিরবে না আর কোনো দিন।
তবুও অনিঃশেষ তোমাকে নিয়ে কেটে যাচ্ছে এ জীবন বেশ,
নিরবধি ডুবে থাকি স্বখাত সলিলে।
**মুখোশের আড়াল**
সংগীতা দেওয়ানজী
ভালো থাকার মুখোশ
ও তোমার নিরবতা
বড্ড বোঝা মনে হয়
একেক সময় ।
#
মেঘ ভার চোখের কোটর
বেয়ে আশ্বাস বিশ্বাস নিঃশব্দে বৃষ্টিি হয়ে
ঝরে পরে ।
#
নিশ্বাসের সংগে কিছু
শব্দ ধোঁয়া হয়ে ছড়িয়ে
পরে বলতে চায়-
তোমার থেকে তোমাকে চাই
একবার খোলস ভেংগে
বেড়িয়ে এসো,
জীবন তো একটাই ।
সংগীতা দেওয়ানজী
নবোন্মেষ এ দিলাম
**বসন্ত বিলাপ**
সংগীতা দেওয়ানজী
'বসন্ত এসে গেছে' অনুরণন চারিদিক জুড়ে ।পলাশ, শিমূল,জারুল, ভাঁট, কুর্চিরা তাদের রঙ-রূপ ছড়িয়ে বসন্তকে স্বাগত জানাচ্ছে ।সব দেখেও মন জুড়ে এ কোন্ পাগল হাওয়া,হা- বসন্ত,
কোথা-বসন্ত'র ঝড় তুলছে !
তোমার ও কি তাই, যখন দেখো বসন্তের বাতাসে আগুন ঝড়ছে ,সেই আগুনে ঝলসে যাচ্ছে অজস্র মুখ,হারিয়ে যাচ্ছে জনপদ,স্ট্যানগানের বুলেটে বুলেটে সব ক্ষত-বিক্ষত,মাইলের পর মাইল ছুটে ছুটে পা'ও কচি মনে
দগদগে ঘা নিয়ে সীমান্ত
অতিক্রম করা ভীত সন্ত্রস্ত
শিশুর মুখ !প্রাজ্ঞ ব্যক্তিত্বের ভারে ন্যুব্জ তোমায় উদ্বেল করে তোলে নিশ্চয়ই? ভারাক্রান্ত মনে অস্হির
তুমি হয়তো কঁকিয়ে কঁকিয়ে স্বগোক্তি করছো-ভরা বসন্তে এ কোন্ হোলির উল্লাস,কেন এতো রক্ত ,যা পলাশের লালকে ও ম্লান করে দেয়!এ খেলা কবে থামবে এই প্রশ্ন নিয়ে
কলমকে হাতিয়ার করে
নিজের মতো শব্দ ব্রক্ষ্ম সাজিয়ে প্রতিবাদ ও করে যাচ্ছো !
তারপরে ও বসন্ত আসে।প্রকৃতির খোলস বদলানোর সাথে চলমান জীবনের ছবি আঁকা
হতেই থাকে । চেনা ছন্দ হারনোর বেদনা বুকে নিয়ে
যাপনের গান ও গেয়ে যেতে হয় ।
বসন্তের এই আগুন
ছোঁয়া বাতাসের মাঝে
স্বার্থপরতা আমার ভেতর
সূক্ষভাবে জাল বুনে যাচ্ছে ।আজকাল বড়ো বেশী করে তোমায় পেতে মন চাইছে । কেবলই ইচ্ছে করছে, সন্ধ্যা পেরিয়ে রাত্তিরের এই কড়া নাড়ার সময় একটি বার তোমায় সংগে পেতে, আঁধারের কোটরে বাতাস গা'য়ে মেখে ফুলের গন্ধ নিতে নিতে , রাতটুকু তোমায়
জড়িয়ে কাটিয়ে দিতাম ।
সঙ্গী হতো বসন্ত বৌরি, কোকিলের দূরগামী গান আর 'আয় কুটুম'র তান ।
পৃথিবীর সব অন্ধকার না হয় এভাবেই মুছে যাক, আঁধার পেরিয়ে নতুন ভেরের স্বপ্ন চাদর গা'য়ে ! বড়ো ইচ্ছে করে ।
0 মন্তব্যসমূহ