আগরতলা, ১০ফেব্রুয়ারী : নির্বাচনের দিন ঘনিয়ে এলেও শাসকদল বিজেপিতে যোগদান কর্মসূচি অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে শুক্রবারখয়েরপুর বিধানসভার অন্তর্গত মেঘলীপাড়া চা বাগানে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এই সভায় ৩২ পরিবারের ১৪৩ জন ভোটার সিপিআইএম এবং কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। পাশাপাশি পুরাতন আগরতলার মুসলিম পাড়া এলাকার ৩০পরিবারের ৯০জন ভোটার এবং খয়েরপুর ১৪নং বুথের ৫ পরিবারের ১২জন ভোটার সিপিএম ও কংগ্রেস পার্টি ত্যাগ করে বিজেপিতে যোগদান করেন। তাদের হাতে বিজেপির পতাকা তুলে দিয়ে বরণ করে নেন স্থানীয় বিধায়ক এবং বিজেপি প্রার্থী রতন চক্রবর্তী।
0 মন্তব্যসমূহ