আগরতলা, ১৪ ফেব্রুয়ারী : নির্বাচন কমিশনের নীতিমালা অনুসারে মঙ্গলবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের সরব প্রচার শেষ হয়েছে। এদিন বিকেল চারটা পর্যন্ত রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রে ২৫৯ জন প্রার্থীর সমর্থনে জোরদার প্রচার কর্মসূচি চালান দলের কর্মী সমর্থকরা।
একদিকে শাসক দল বিজেপি অন্যদিকে বাম কংগ্রেস জোট প্রার্থীরা ব্যাপক প্রচার চালিয়েছে। পাশাপাশি প্রচার চালিয়েছে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা, তিপ্রা মথা, নির্দল প্রার্থীরাসহ অন্যান্য নির্দল প্রার্থীরা। একদিন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা প্রচারে ঝড় তুলেছেন, শেষ প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, যথা সম্ভব চেষ্টা চালিয়েছেন প্রচার করার, বিশেষ করে প্রত্যেকটি বাড়িতে যাওয়ার চেষ্টা করেছেন তিনি। কিন্তু সময় স্বল্পতার কারণে প্রতিটি বাড়িতে যাওয়া সম্ভব হয়ে ওঠেনি। তবে দলের অন্যান্য নেতাকর্মীরা সবার বাড়ি বাড়ি গিয়ে তার হয়ে প্রচার চালিয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে সকলের মধ্যে আগ্রহ রয়েছে। ভোটাররা অধীর আগ্রহে রয়েছেন ১৬ ফেব্রুয়ারির দিকে। ঐদিন গিয়ে পদ্ম চিহ্নে ভোট দেবেন। শুধুমাত্র তার নিজের আসনেই নয়, ভোটাররা বিজেপিকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। সকলের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের কাজে খুশি। তাই তারা রাজ্যে আবার বিজেপি সরকারকে চান। ফলে আরো বেশি আসন নিয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী।
আগরতলা কেন্দ্রে বিজেপি প্রার্থী পাপিয়া দত্তের সমর্থনে গোটা বিধানসভা কেন্দ্রে রোড শো, মিছিলও সংগঠিত হয়েছে। বনমালীপুর কেন্দ্রে প্রার্থী তথা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্যর সমর্থনে ব্যাপক সাড়া জাগানো মিছিল অনুষ্ঠিত হয়েছে। বড়জলায় জোরদার প্রচার চালিয়েছে বিধায়ক দিলীপ দাস। বাধারঘাটে মীনা রানি সরকার, প্রতাপগড়ে রেবতী মোহন দাস, সূর্যমণিনগর কেন্দ্রে রামপ্রসাদ পাল, মজলিশপুর কেন্দ্রে মন্ত্রী সুশান্ত চৌধুরী অন্যান্যদের সমর্থনে মিছিল হয়েছে। মোহনপুরে বিজেপি প্রার্থী মন্ত্রী রতন লাল নাথ, সাবরুমে শংকর রায়, কৈলাসহরে বিজেপি প্রার্থী মবস্বর আলি, ধর্মনগর কেন্দ্রে প্রচারে ঝড় তুলেছেন বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেন, তেলিয়ামুড়ায় প্রচারের শেষ বেলায় দারুণ প্রচার চালিয়েছেন বিধায়িকা কল্যাণী রায়,
খয়েরপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী পবিত্র কর ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুদীপ রায় বর্মনের সমর্থনে সাড়া জাগানো মিছিল হয়েছে শেষ দিনে।
0 মন্তব্যসমূহ