Advertisement

Responsive Advertisement

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর তৎপরতায় আখাউড়ার সীমান্ত দিয়ে মাছ আমদানির জটিলতার সমাধান


আগরতলা, ৪ফেব্রুয়ারী: মুখ্যমন্ত্রীর তৎপরতায় আবারো রাজ্যের মানুষ সমস্যার আঁচ থেকে মুক্ত হলেন।
ভারত সরকার দেশের বিভিন্ন বন্দর দিয়ে বিদেশ থেকে মাছ মাংস ও পোল্ট্রিজাত খাদ্য সামগ্রী আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করে। এই তালিকায় ছিল আগরতলার আখাউড়া( আখাউড়া ICP) স্থল বন্দরও। এই নিষেধাজ্ঞার জেরে রাজ্যে বাংলাদেশ থেকে মাছের আমদানি বন্ধ হয়ে যায়। ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ। বিষয়টি রাজ্য সরকারের নজরে এলে কেন্দ্র সরকারের কাজে একটি চিঠি পাঠানো হয়। এই চিঠিতে অনুরোধ করা হয় আগরতলার আইসিপি'কে যেন এই তালিকার বাইরে রাখা হয়। রাজ্য সরকারের পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রকের মন্ত্রীর  সঙ্গে ফোনে কথা বলেন এবং আহ্বান রাখেন তালিকা থেকে যেন রাজ্যকে বাদ দেওয়া জন্য,
 কারণ রাজ্যে সাধারণ মানুষ জাতীয় গড়ে তুলনায় অনেক বেশি মাছ গ্রহণ করেন। তাই বিদেশ থেকে মাছ আমদানি না হলে এর প্রভাব রাজ্যবাসীর উপর পড়বে। মুখ্যমন্ত্রীর এই আহ্বানের প্রেক্ষিতে কেন্দ্র সরকারের তরফে আখাউড়া স্থলবন্দর থেকে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। ফলে এখন থেকে আবার স্বাভাবিকভাবে আখাউড়া সীমান্তের স্থলবন্দর দিয়ে রাজ্যে মাছ আসবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ