ফাইল ছবি
আগরতলা, ২২ফেব্রুয়ারি: সাংবাদিক হত্যা মামলায় পাঁচ বছর পর জামিন পেলেন হত্যার মূল অভিযুক্ত কমান্ডেন্ট তপন দেববর্মা। জামিন পেলেন ত্রিপুরা উচ্চ আদালত থেকে। ঘটনা ২০১৭ সালে ত্রিপুরা দ্বিতীয় বাহিনী টিএসআর হেডকোয়ার্টারে বন্দুকের গুলিতে খুন হয়েছিল ত্রিপুরার একটি দৈনিক পত্রিকার সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক। পুলিশ ঘটনার তদন্ত নেমে মূল অভিযুক্ত ত্রিপুরা স্টেট রাইফেলস দ্বিতীয় বাহিনীর কমান্ডেন্ট তপন দেববর্মাকে আটক করেছিল পুলিশ। পরবর্তী সময়ে বিচার চলাকালীন অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালত থেকে জামিন পেয়েছিলেন তিনি। রাজ্য সরকার সাংবাদিক হত্যা মামলার কেসটি সিবিআইয়ের (CBI) হাতে হস্তান্তর করার পর ত্রিপুরা হাইকোর্টে সিবিআইয়ের পক্ষ থেকে তপন দেববরমার জামিন নাকচ করার জন্য। হাইকোট জামিন নাকচ করে আবার জেলে পাঠিয়ে দিলেন। পরবর্তী সময়ে অভিযুক্ত তপন দেববর্মা সুপ্রিম কোর্ট slp ফাইল করেছিলেন। সুপ্রিম কোর্ট এই কেসটি শুনার পরে ত্রিপুরা হাইকোর্ট যে অর্ডার দিয়েছিল সে অর্ডার উপর কয়েকটি পয়েন্ট দিয়েছিল হাইকোর্টকে, তপন দেববর্মা কে জামিন দেওয়া যায় কিনা। সে মোতাবেক আজ ত্রিপুরা হাইকোর্ট সাংবাদিক হত্যাকাণ্ডে জড়িত তপন দেববর্মাকে জামিন দিলেন। পাশাপাশি সপ্তাহে একদিন কেসের তদন্তকারী অফিসারের কাছে সশরীরে গিয়ে হাজিরা দেওয়ার জন্য। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে
বিভিন্ন সাংবাদিক সংগঠন চেয়েছিল হেফাজতে থেকে সাংবাদিক হত্যার মূল অভিযুক্ত তপন দেববর্মার বিচার হোক। সেই সময়ে এই ঘটনায় সাংবাদিকরা তিন মাস যাবত আন্দোলন চালিয়ে ছিলেন আগরতলার রবীন্দ্র ভবনের সামনে। বুধবার ঘটনার মূল অভিযুক্ত তপন দেববর্মা হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর বিভিন্ন সাংবাদিক মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই মামলাটি পরিচালনা করছেন বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস ও আইনজীবী পূজন বিশ্বাস। এই জামিন সম্পর্কে বলতে গিয়ে সাংবাদিকদের জানাতে গিয়ে বলেন বরিষ্ঠ আইনজীবী পীযূষ কান্তি বিশ্বাস। এই বিষয়ে ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ দেখুন।
0 মন্তব্যসমূহ