Advertisement

Responsive Advertisement

আগরতলার শ্রীশ্রী লোকনাথ মন্দিরে অনুষ্ঠিত হলো পাদুকা উৎসব ও মন্দিরের প্রতিষ্ঠা দিবস

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি: শনিবার রাজধানী আগরতলার শ্রী শ্রী লোকনাথ মন্দিরে অনুষ্ঠিত হলো পাদুকা উৎসব এবং মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী। এদিন সকাল থেকে এই উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রচুর সংখ্যক ভক্ত সমাগম হয়েছিল মন্দিরে।
 আয়োজকদের তরফে জানানো হয়, এবছর মন্দিরের ২৯ তম প্রতিষ্ঠা দিবস এবং শ্রী শ্রী বাবা লোকনাথ ঠাকুরের পাদুকা উৎসবের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে শুক্রবার থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। আগের দিন উৎসবের অধিবাস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকাল থেকে শুরু হয়েছে হরিনাম সংকীর্তন। এরপর বাল্য ভোগের আয়োজন করা হয়, দুপুরের আজব এবং মহা প্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যা আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি।
 (ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজে ভিজিট করুন )

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ