আগরতলা, ৮ফেব্রুয়ারী : নির্বাচন উপলক্ষ্যে এখন নিজ বিধানসভা এলাকার খয়েরপুর চষে বেড়াচ্ছেন রাজ্য বিধানসভার স্পিকার তথা ২০২৩বিধানসভার প্রার্থী। বুধবার তিনি বিধানসভার অন্তর্গত আমতলী এলাকায় সংখ্যালঘু পাড়ায় জন সম্পর্ক অভিযান করেন। কথা বলেন স্থানীয় এলাকার মানুষের সঙ্গে। আগামী দিনে তাদের কি চাহিদা রয়েছে এবিষয়ে তিনি খোলামেলাভাবে আলোচনা করেন এলাকার বাসিন্দাদের সঙ্গে। তারা প্রার্থীকে কাজী পেয়ে খুশি ব্যক্ত করেন পাশাপাশি জানান তার জয় নিশ্চত।
পরে এদিন সন্ধ্যায় খয়েরপুর গীতবিতান হলে সকল পৃষ্ঠা প্রমুখদের নিয়ে অনুষ্ঠিত হয়। এই উপস্থিত ছিলেন তিনি। উপস্থিত পৃষ্ঠা প্রমুখরা উদ্দীপনার সঙ্গে জানান জয় নিশ্চিত।
0 মন্তব্যসমূহ