আগরতলা, ২৭ ফেব্রুয়ারি : ২রা মার্চ ২০২৩ রাজ্যে ৬০টি আসনে হবে ভোট গণনা। এই ভোট গণনাকে কেন্দ্র করে এমনকি ফলাফলের উপর ভিত্তি করে রাজ্যের কোথাও যাতে শান্তি সম্প্রীতির পরিবেশ বিনষ্ট না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সোমবার নিজের সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, "প্রিয় ত্রিপুরাবাসী গত ১৬ ই ফেব্রুয়ারি ২০২৩ রাজ্যের জনগণ সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন । গণতন্ত্রকে শক্তিশালী করতে এবারে এই শান্তিপূর্ণ ভোটদান পর্ব রাজ্যের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিক। আগামী ২রা মার্চ ২০২৩, রাজ্যের ভোটদানের ফলাফল ঘোষিত হবে । ভোট গ্ৰহনের মতো ভোট গণনা পর্বও যাতে শান্তিপূর্ণ এবং সুষ্ঠ পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য দলমত নির্বিশেষে সকল অংশের জনগণের প্রতি আমি আবেদন জানাচ্ছি । নির্বাচন কমিশন ও রাজ্য প্রশাসনের পক্ষ থেকে শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । ভোট গণনা পরবর্তী সময়েও রাজ্যের আইন-শৃঙ্খলা ও শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় রাখতে রাজ্যের জনগণ দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস।"
উল্লেখ্য রাজ্যের ইতিহাসে দৃষ্টান্তমূলকভাবে এবারই শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় ত্রয়োদশ বিধানসভার নির্বাচন । ১৬ই ফেব্রুয়ারি কয়েকটি সামান্য বিক্ষিপ্ত ঘটনা ছাড়া নির্বাচন কমিশনের বক্তব্য অনুযায়ী অত্যন্ত শান্তিপূর্ণ ছিল বিধানসভা নির্বাচন। এই নির্বাচন পরবর্তী সময়ে কয়েকটি জায়গায় অত্তুৎশাহীদের উশৃংখলতায় অনাকাঙ্ক্ষিত কয়েকটি ঘটনা সামনে আসে । যদিও এর পরই কঠোর পদক্ষেপ নেয় প্রশাসন ও নির্বাচন কমিশন । এবার রাজ্যের ইতিহাসে অত্যন্ত ব্যতিক্রমীভাবে ভোট গণনাকে কেন্দ্র করে সরাসরি সামাজিক মাধ্যমে রাজ্যের জনগণের প্রতি শান্তির বার্তা রাখলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা । ভোট গণনা পরবর্তী সময়ে ফলাফল কে কেন্দ্র করে কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সকল রাজ্য বাসির সহযোগিতা চাইলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই বার্তাকে দারুণ প্রশংসা করছেন নেটিজেনরা।
0 মন্তব্যসমূহ