আগরতলা, ২ফেব্রুয়ারী: বাংলাদেশ আগে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমান মাদকসহ এক পাচারকারীকারীকে আটক করে ত্রিপুরা পুলিশ।
ত্রিপুরার পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রাজদীপ দেব সংবাদ মাধ্যমকে জানান, বুধবার গভীর রাতে গোপন সূত্রে তাদের কাছে খবর আসে আমতলী থানা এলাকার অন্তর্গত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার সংলগ্ন মতিনগর এলাকায় বিপুল পরিমান মাদকদ্রব্য মজুদ করা হয়েছে পাচারের উদ্দেশ্যে। সেই সূত্রের ভিত্তিতে গভীর রাতেই বিশাল পুলিশ বাহিনী এই এলাকায় তল্লাশি চালায় এবং মোহাম্মদ জহর মিয়া নামের এক পাচারকারীকে আটক করে। তার কাছ থেকে মোট ১১ প্যাকেট ব্রাউন সুগার জব্দ হয়। এগুলোর ওজন প্রায় ১২১গ্রাম এবং কালোবাজারিতে এগুলোর মূল্য ৪০লক্ষ টাকার বেশি। মাদক পাচারের পাশাপাশি সে বাংলাদেশে পশু পাচারের সঙ্গে জড়িত রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার।
তার সঙ্গে আর কে কে জড়িত রয়েছে তা জানার জন্য জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। এদিন তাকে আদালতে তোলা হবে এবং পুলিশ রিমান্ডের জন্য আবেদন জানানো হবে ও বলে জানিয়েছেন।
0 মন্তব্যসমূহ