Advertisement

Responsive Advertisement

গীতশ্রী ভৌমিক'র দুইটি কবিতা

         
               ভালোবাসা

তোমার ভালোবাসায় প্রবাহিত এক নদী 
আমি ভেতরে পুষে রাখি...
তোমার অথৈ সমুদ্রে এখনো 
মিশে যাওয়া যে বাকি...
ভেতরে অনেক স্রোতের ধারায় তুমিই যে প্রবাহিত 
ভেতর বাহির দুই মিলে গিয়ে....
তোমার মায়ায় আবৃত....

                  """"""""""""""

              অবোঝ সকাল

কোন দিন সূর্য উঠার আগের আকাশ দেখেছো?
কেমন যেনো থমথমে ভাব...

রাতকে বিদায় দেয়ার দুঃখ, না 
সকালকে স্বাগত জানানোর আনন্দ...

ঠিক প্রকাশ পায় না।

আমি ক্ষনিক লাল হওয়া আকাশটার দিকে
গভীর ভাবে চেয়ে থাকি..আর
বোঝার চেস্টা করি মাত্র..তার কথা।

হাল্কা ঠান্ডা হাওয়ায় আধা কালো আধা অন্ধকার 
ভোর...বিষন্নতা না আনন্দ.. জানি না

কিসে ভরিয়ে দেয় আজ মন মোর।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ