ধনপুর বিধানসভা কেন্দ্রের বড়খলায় জনসম্পর্ক অভিযানে। ভোটারদের চেহারা বলে দিচ্ছে জননেত্রীর জয় নিশ্চিত।
ধনপুরের মোহনভোগে ঘরোয়া বৈঠকে প্রার্থী প্রতিমা ভৌমিককে ঘিরে মহিলাদের আবেগ।
ধনপুরের মোহনভোগে ঘরোয়া বৈঠকে সংখ্যালঘু অংশের মানুষ তার হাত ধরে পদ্ম শিবিরে।
কোকড়ানিয়ায় জনসম্পর্ক অভিযানের কিছু বিশেষ মুহূর্ত, বয়স্করা দুই হাত ভরে আশীর্বাদ করছেন।
এত রাতেও ঠান্ডার মাঝে ধনপুর বাজারে আয়োজিত সভায় কার্যকর্তাদের উৎসাহে একটুও ভাটা পড়েনি।
0 মন্তব্যসমূহ