Advertisement

Responsive Advertisement

অবশেষে ভারতে পাওয়া গেল বহু মূল্যবান খনিজ সম্পদ লিথিয়াম


আগরতলা : ভারতে প্রথম বারের মতো বহু মূল্যবান লিথিয়ামের সন্ধান পাওয়া গেল। জম্মু ও কাশ্মীরের রিয়াসি জেলায় লিথিয়ামের সন্ধান পাওয়া গিয়েছে। ভারতীয় ভূ-তাত্ত্বিক সর্বেক্ষণ তথা জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সম্প্রতি এক বিবৃতিতে একথা জানিয়েছে। প্রাথমিক ভাবে ৫৯ লক্ষ টন লিথিয়াম এই ভাণ্ডারে মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান সময়ে বৈদ্যুতিক গাড়ি এবং মোবাইল ফোনের মতো বৈদ্যুতিন যন্ত্রের চাহিদা দিন দিন বাড়ছে। বৈদ্যুতিক গাড়ি কিংবা মোবাইল ফোনে ব্যবহৃত ব্যাটারির অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে লিথিয়াম। দেশে এর ভান্ডার না থাকায় তা আমদানি করতে হয়। কিন্তু এবার দেশেই লিথিয়ামের সন্ধান পাওয়ার ফলে ব্যাটারি শিল্পে নতুন দিগন্ত খুলতে পারে বলে মনে করা হচ্ছে। প্রযুক্তি ক্ষেত্রে উন্নতির জন্য গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহের উপর জোর দেওয়ার নির্দেশ দিয়ে ছিল বর্তমান কেন্দ্রীয় খনি মন্ত্রক। তাই লিথিয়াম-সহ বিভিন্ন খনিজপদার্থ অস্ট্রেলিয়া ও আর্জেন্টিনা থেকে আনার জন্য সক্রিয় পদক্ষেপ নিয়ে ছিল সরকার। লিথিয়ামের জন্য এত দিন অন্য দেশের উপর নির্ভরশীল ছিল ভারত। এবার দেশেই এই খনিজের সন্ধান পাওয়ার ফলে নির্ভরতা কিছুটা কাটবে বলেই আশা করছে বিশেষজ্ঞ মহল। দেশকে ‘আত্মনির্ভর’ করার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লিথিয়ামের সন্ধান ‘আত্মনির্ভর ভারতের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ