শান্তিরবাজার, ২৬ ফেব্রুয়ারি: শান্তিরবাজার ও জোলাইবাড়ী সিপিআইএম এর কার্যালয়ে কর্মীসমর্থকদের নিয়ে হয় এক সাংগঠিক আলোচনাসভা। ভোট শেষে রবিবার শান্তিরবাজার সিপিআইএম কার্যালয়ে আসেন দলের রাজ্য সম্পাদক তথা প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরী। স্থানীয় কর্মী-সমর্থকদের নিয়ে এক আলোচনাসভায় মিলিত হন। এদিন বৈঠকে নির্বাচনের ভোট গনানকে কেন্দ্রকরে কর্মী-সমর্থকদের মনবল যোগালেন সম্পাদক। শান্তির বাজার সিপিআইএম এর কার্যালয়ে আলোচনা শেষে তিনি চলে যান জোলাইবাড়ী সিপিআইএম এর কার্যালয়ে। সেখানেও কর্মী-সমর্থকদের নিয়ে সাংগঠনিক আলোচনাসভায় মিলিত হন। আলোচনা সভা শেষে জিতেন্দ্র চৌধুরী সংবাদ মাধ্যমের সন্মুখিন হয়ে ভোটে জয়ের ব্যাপারে ১০০ শতাংশের বেশী আশাবাদী বলে জানান। তিনি জানান সি পি আই এম কর্মীসমর্থকদের অক্লান্ত পরিশ্রমে সকলে সঠিক ভাবে ভোটদান করেছেন। যার ফল প্রকাশ হবে আগামী ২ রা মার্চ। ভোট গননার পরবর্তীসময় ভোটের ফলাফল সকলের মধ্যে ভাগবাটোয়ারা করেনেবেন। অপরদিকে তিনি জানান বিজেপি বিধানসভা নির্বাচনের ফলাফলে ২ টি সংখ্যায় উঠতে পারবে না।
আজকের এই আলোচনা সভায় প্রাক্তন সাংসদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক সুধন দাস, সি পি আই এম এর শান্তির বাজার মহকুমার সম্পাদক মন্ডলীর সদস্য আশুতোষ দেবনাথ, শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের সি পি আই মনোনিত প্রার্থী সত্যজিৎ রিয়াং, জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের সি পি আই এম মনোনিত প্রার্থী দেবেন্দ্র ত্রিপুরা সহ সি পি আই এম এর অন্যান্য নেতৃত্ববৃন্দরা।
0 মন্তব্যসমূহ