আগরতলা, ২০ফেব্রুয়ারি : শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ত্রিপুরা রাজ্যের বামপন্থী আন্দোলনের অন্যতম এক ব্যক্তিত্ব প্রাক্তন বিধায়ক রাধারমণ দেবনাথ। সোমবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এদিন সন্ধ্যায় রাজধানী আগরতলার মেলার মাঠ এলাকার সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির অফিসে এনে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এই সময় উপস্থিত ছিলেন সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএম দলের ত্রিপুরা রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য পবিত্র কর, নারী নেত্রী রমা দাস সহ অন্যান্যরা।
প্রয়াত নেতা স্মৃতিচারণ করতে গিয়ে পবিত্র কর বলেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৯২ বছর। তিনি রাজ্যের বামপন্থী আন্দোলনের অন্যতম একজন নেতা ছিলেন। দীর্ঘ বছর বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন। বিধায়ক থাকা অবস্থাতেই গ্রেপ্তার বরণ করেন। দল তার অবদান সব সময় স্মরণে রাখবে দল।
0 মন্তব্যসমূহ