Advertisement

Responsive Advertisement

বিপুল ভোটে বিজেপি প্রার্থীরা জয়ী হবেন : মিঠুন চক্রবর্তী

 আগরতলা, ৪ফেব্রুয়ারী : নির্বাচনী প্রচারে ত্রিপুরায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, হেমা মালিনীসহ এক ঝাঁক তারকা প্রচারক।  এদিকে ৬ নং আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া দত্ত এবং ১০নং  মজলিশপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরীর সমর্থনে শনিবার রোড শো করেন মেগাস্টার মিঠুন চক্রবর্তী। পাপিয়া দত্তের সমর্থনে ৬ আগরতলা কেন্দ্রের ১০ নম্বর ওয়ার্ডে মিঠুন চক্রবতীর রোড শো-কে কেন্দ্র করে বিজেপি কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। রোড শো'তে মেগাস্টার মিঠুন চক্রবর্তী বলেন, পাপিয়ার জয় নিশ্চিত। মেগাস্টার মিঠুন চক্রবর্তীর সাথে রোড শো'তে অংশগ্রহণ করেন সদর জেলা বিজেপি সভাপতি অসীম ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রদীপ চন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।অন্যদিকে মজলিশপুর বিধানসভা কেন্দ্রে তথ্য সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরীর সমর্থনেও সুবিশাল রোড শোতে অংশগ্রহণ করেন মিঠুন চক্রবর্তী। প্রার্থী সুশান্ত চৌধুরীকে নিয়ে সুসজ্জিত গাড়িতে মজলিশপুর কেন্দ্রের বিভিন্ন পথ পরিক্রমা করেন মিঠুন চক্রবর্তী। তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন, মজলিশপুর কেন্দ্রে মন্ত্রী সুশান্ত চৌধুরী আবারো বিপুল ভোটে জয়যুক্ত হবেন। উন্নয়নের নিরিখেই মানুষ বিজেপিকে ভোট দেবেন বলে তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি বলেন, বিজেপির জয় নিশ্চিত। এই দল রাষ্ট্রবাদী দল। এই দল রাষ্ট্র হিতে কাজ করে। তাই চিনা কমিউনিস্ট এবং কংগ্রেস জোট বাঁধলেও কিছুই হবে না। বিজেপির জয় নিশ্চিত। উন্নত ত্রিপুরা গড়তে দরকার আবার বিজেপি সরকার। মেগাস্টার মিঠুন চক্রবর্তীর রোড শোতে রেকর্ড সংখ্যক যুব কর্মী অংশগ্রহণ করেন মজলিশপুরে। জাতীয় সড়ক একটা সময় অবরুদ্ধ হয়ে পড়েছিল। রাস্তার দু'ধারে হাজার হাজার মানুষ হাত নেড়ে মিঠুন চক্রবর্তীকে অভিনন্দন জানান। জনগণের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন  মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, আমরা বিজেপির সৈনিক। বিজেপির জন্য কাজ করবো। বিজেপি জয়যুক্ত হলে আমাদের বিজেপি সরকার হবে। এই সরকার মানুষের জন্য কাজ করবে। এই সরকার উন্নয়নের জন্য কাজ করবে। শুক্রবার থেকে তিনি রাজ্যে বিজেপি প্রার্থীদের হয়ে প্রচার করছেন। এর আগে তিনি খয়েরপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী রতন চক্রবর্তী এবং বামুটিয়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণধন দাসের হয়ে রোড শো'তে অংশ নিয়েছে।এদিকে শনিবার আগরতলার দলের নির্বাচনী কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে প্রদেশ বিজেপি'র প্রদেশ কমিটির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য জানান নির্বাচন উপলক্ষে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি ১৩ ফেব্রুয়ারি রাজ্যে আসার সম্ভাবনা রয়েছে, তারিখ অদল বদল হলেও তিনি আসবেন তার নিশ্চিত বলে জানান।সেই সঙ্গে বলিউড অভিনেত্রী ড্রিম গার্ল হেমা মালিনী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, অভিনেত্রী হেমা মালিনী, নীতিন গড়করি, যোগী আদিত্যনাথ, সর্বানন্দ সোনোয়ালসহ আরো বেশ কিছু নেতৃবৃন্দ আসবেন। মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু প্রমুখ আসছেন। সেই সঙ্গে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা আবারো রাজ্যে আসবেন বলে জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ