আগরতলা, ৯ ফেব্রুয়ারী: ত্রিপুরা বিধানসভা নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেস প্রার্থীদেরকে বিপুল ভোটে জয়ী করার আহ্বানকে সামনে রেখে রাজপথে নামলো আইনজীবীদের একাংশ। কংগ্রেস এবং বামফ্রন্ট প্রার্থীদের সমর্থন জানিয়ে বৃহস্পতিবার সংবিধান বাঁচাও মঞ্চের নামে আগরতলা এক মিছিলের আয়োজন করে আইনজীবীরা। মিছিলটি রাজধানীর কোর্ট চত্বর থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। সব শেষ রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় এসে শেষ হয় এবং সেখানে একটি পথসভার আয়োজন করা হয়।
এদিনের এই মিছিলে অংশ নিয়েছিলেন আইনজীবি তথা কংগ্রেস নেতা হরেকৃষ্ণ ভৌমিক, আইনজীবী হরিবল দেবনাথ, আইনজীবী ভাস্কর দেববর্মা, বিনয় ভূষণ সাহাসহ অন্যান্যরা।
আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক বলেন এই মঞ্চ শুধু নির্বাচনে কংগ্রেস বামফ্রন্ট এবং বামফ্রন্ট প্রার্থীদের সমর্থনে প্রচার করছে তা নয়। সাংবিধানিক সকল প্রতিষ্ঠানকে রক্ষার জন্য আদালতের বাইরে এবং আদালত চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবারের মূল্য লক্ষ্য হচ্ছে গণতন্ত্রকে, সংবিধানকে পুনঃরুদ্ধ করা। তার জন্য তারা একজোট হয়ে সকলের কাছে আবেদন করছেন।
0 মন্তব্যসমূহ