Advertisement

Responsive Advertisement

নির্বাচন উপলক্ষে আজ ত্রিপুরা জুড়ে বিজেপির তারকাদের মেলা




আগরতলা, ৩ফেব্রুয়ারী : ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শাসক দল বিজেপি রাজ্য জুড়ে বিজয় সংকল্প যাত্রা কর্মসূচির আয়োজন করছে। এই কর্মসূচির অংশ হিসেবে তারকা প্রচারকদের এনে সারা রাজ্য জুড়ে প্রচার কর্মসূচি চালানো হচ্ছে। শুক্রবার একই দিনে রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা করছেন এক ঝাঁক নেতৃত্ব। এদের মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা থেকে শুরু করে অভিনেতা মিঠুন চক্রবর্তী সহ আরো অনেককেই রয়েছেন।

এদিন ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহর এবং গোমতী জেলার অমরপুরে দুটি সভা করবেন দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

অভিনেতা মিঠুন চক্রবর্তী পশ্চিম জেলার খয়েরপুর, মান্দাই এবং বামুটিয়া এলাকায় সভা করবেন। 

বিজেপির পশ্চিমবঙ্গের নেতা এবং সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ সিপাহীজলা জেলার বিশালগড় এবং দক্ষিণ জেলার শান্তিরবাজার এলাকায় দুটি সভা করবেন।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা খোয়াই জেলার কৃষ্ণপুর, পশ্চিম জেলা সূর্যমনি নগর এবং আগরতলার বনমালীপুর এলাকায় একটি সভায় অংশ নেবেন।

পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী খোয়াই জেলার তেলিয়ামুড়া, সিপাহীজলা জেলার কমলাসাগর এলাকায় সভা করবেন।

টলিউড অভিনেত্রী এবং বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সিপাহীজলা জেলার বক্সেনগা চরিলামে সভা করবেন।

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি সিপাহীজলা জেলার নলছড়, আগরতলার বড়দোয়ালী এলাকায় সভা করবেন বলে দলের তরফে জানানো হয়েছে। 






একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ