Advertisement

Responsive Advertisement

বিশালগড়ের সুতারমোড়ায় মথা কর্মীর হাতে রক্তাক্ত বিজেপির এক কর্মী

বিশালগড়, ২১ফেব্রুয়ারি : প্রকাশ্য দিবালোকে রক্তাক্ত বিজেপি'র এক কর্মী। তার নাম রতন দেববর্মা। মঙ্গলবার এই ঘটনাটি ঘটে সিপাহীজলা জেলার অন্তর্গত বিশালগড় মহকুমার সুতারমুড়া এলাকায়। আহত যুবকের নাম রতন দেববর্মা। তার অভিযোগ তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা তাকে মেরে রক্তাক্ত করেছে।
সে আরো জানায় এদিন স্কুটিতে করে তার ছেলেকে আনতে সুতা স্কুলের সামনে গেলে মথা কর্মীরা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। এই সময় সামনে আরো লোকজন থাকলেও কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেননি। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘটনা দেখ ছিল। তার নাক পেটে রক্ত বেরিয়ে আসে। পরবর্তী সময়ে তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।
 এই নিউজের ভিডিও দেখতে আমাদের ফেসবুক পেজ ভিজিট করুন। https://fb.watch/iQfCw2AZLJ/

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ