শিবজ্যোতি মল্লিক, তেলিয়ামুড়া: গ্রীষ্মের উষ্ণ দুপুরে কাঠ ফাটা রোদে গলা যখন ফেটে চৌচির তখন কচি ডাবের জল, মিষ্টি পানীয়, লেবুর শরবত মানুষেরই তেষ্টা মেটানোর অন্যতম ভরসা। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবছর তেমন ভালো ফলন না হওয়াতে মরশুমের শুরুতেই চাহিদার তুলনায় বাজারে ডাবের জোগান অনেকাংশেই কম। যার ফলে দাম অনেকটা বেশি। কিন্তু গ্রীষ্মের উষ্ণ দুপুরে বাজারে ডাবের যথেষ্ট চাহিদা রয়েছে।
শনিবার তেলিয়ামুড়ার ফল বাজারের সামনে বসা রাজু দাস নামের এক ডাব বিক্রেতা জানান, দীর্ঘ প্রায় ১০-১২বছর ধরে তিনি ডাব বিক্রি করে আসছেন, তবে এবছরই প্রথম শুরুতেই ডাবের দাম অনেক বেশি বলে তার মনে হচ্ছে বলেও জানান।
তাছাড়া তিনি বলেন, ডাবের ফলন অনান্য বছর থেকে এবছর অনেক কম,ফলে চড়া দামে ডাব ক্রয় করছেন তারা। এর ফলে বেশী দামে ক্রেতাদের কাছে বিক্রি করতে হচ্ছে। তবে ডাবের যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে। প্রতি ডাব ৩০ থেকে ৪০ টাকা আবার কখনো কখনো ৫০ টাকাও বিক্রি করতে হয়। ডাবের দামের ছেঁকায় হাত পুড়ছে ক্রেতা সাধারণের। বাজারে সবকিছুর দামই অগ্নিশর্মা, পিছিয়ে নেই কচি ডাবের দামও।
গরম বাড়ছে, গলা ভেজাতে ডাবের জলই যে বর্তমানে অন্যতম ভরসা তা আর বলার অপেক্ষা রাখে না।
0 মন্তব্যসমূহ