আগরতলা, ১৬ফেব্রুয়ারী : ত্রিপুরা বিধানসভার ভোট গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, তা চলবে বিকেল চারটা পর্যন্ত।
এবছর রাজ্যের মোট ৬০টি বিধানসভা আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও নির্দল মিলে প্রার্থী রয়েছেন মোট ২৫৯ জন। মোট ৩,৩৩৭টি ভোট গ্রহণ কেন্দ্রে হচ্ছে ভোট।
রাজ্যে মোট ২৮লাখ ১৩হাজার ৪৭৮ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে সংখ্যা ১৪লাখ ১৪হাজার ৫৭৬জন, মহিলা ভোটারের সংখ্যা ১৩লাখ ৯৮হাজার ৮২৫জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৭৭জন।
বিভিন্ন ভোট গ্রহন কেন্দ্রে সকাল থেকেই দীর্ঘ লাইন রয়েছে। ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন শান্তিপূর্ণ ভাবে ভোট দিচ্ছেন। দু একটি বিক্ষিপ্ত ঘটনার অভিযোগ ছাড়া এখন পর্যন্ত বড়সড়ো কোন সংঘর্ষের খবর পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে বেলা ৯ টা পর্যন্ত সারা রাজ্যে গড়ে ভোট পড়েছে প্রায় ১৩.৯২শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই ভোটের হার বাড়বে বলে আশা করা যাচ্ছে। ভোটারদের আগ্রহ সৃষ্টি করতে কিছু কিছু জায়গায় মডেল ভোট গ্রহন কেন্দ্র করা হয়েছে।
0 মন্তব্যসমূহ