আগুন একুশ
সংগীতা দেওয়ানজী
একুশ আমার একুশ তোমার /এপার ওপার এক করে দিয়ে /হাওয়ায় ভাসে কথা /অমর একুশ ঝড় তোলে/ভেঙে দিয়ে সব বাধা /ফাগুনে আগুন জ্বলে ওঠে /একুশ তার লেলিহান শিখা ।
#
সেই আগুনে নিরন্তর জ্বলে/মা,ভাই ,বোনের বুক।
#
বরকত, সালাম, রফিক
ভাইয়েরা আমার/আমাদের তন্রে তন্রে তোলপাড় তোলে/একুশের সূর্য ওঠে/মাতৃভাষার আন্দোলনে/তোমাদের আত্মবলিদান ঋদ্ধ হয়/
মানবতার জয়গানে ।
0 মন্তব্যসমূহ