শান্তিরবাজার : তাকমা এলাকায় বিধ্বংসী অগ্নিকান্ডে পুড়ে যায় রাবার বাগান। ঘটনার বিবরনে জানাযায় সোমবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত তাকমা লাসিক্যাম্প সংলগ্ন এলাকায় টি এফ ডি পি সির সরকারি রাবার বাগানে বিধ্বংসী অগ্নিকান্ডঘটে। এই জানাযায় সকাল ১০ ঘটিকায় এই বাগানে অগ্নিসংযোগ ঘটায় দুষ্কৃতিকারীরা। ২০ হেক্টর জায়গা জুরে এই রাবার বাগান। এরমধ্যে এক বাগান রক্ষনাবেক্ষন করার জন্য প্রায় ৭০ জন কর্মী থাকাসত্বেও অগ্নিকান্ড ঘটার পর সঠিক সময়ে অগ্নিনির্বাপক দপ্তরকে খবর দেওয়াহয়নি। সকাল ১০ ঘটিকায় অগ্নিকান্ড ঘটারপর বিকেল ৩ ঘটিকায় অগ্ননির্বাপক দপ্তরকে খবর দেওয়াহয়। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে প্রায় ১০ হেক্টর জায়গার রাবার গাছ পুরেযায়। লোকগুঞ্জনে শুনাযায় দপ্তরের খামখেয়ালী পনায় এই গাছ গুলি নষ্ট হয়েছে। দপ্তরের অধীনে যে সকল কর্মীরা রয়েছে তারা যদি সকলে আগুন নেভানোর প্রচেষ্টা করতো তাহলে রাবার বাগান বাচানো সম্ভব হতো। অপরদিকে সঠিকসময়ে দমকল বাহিমীর কর্মীদের খবর দিলে আগুন নিয়ন্ত্রনে আনাযেতো। এই অগ্নিকান্ডের খবরপেয়ে দপ্তরের ইনচার্জ ফটিক জমাতিয়া একবারেরজন্যও বাগানে আসেননি। এইভাবে সকলের খামখেয়ালি পনায় বাগানটি ধ্বংসের পথে চলেগেছে। দমকল বাহিনীর কর্মীরা ঘটনার খবরপেয়ে ঘটনাস্থলে উপস্থিত হবারপর বাগানের শ্রমিকদের ক্ষোভের মুখে পড়তেহয়। শ্রমিকরা নিজেদের দোষ একবারেরজন্যও স্বীকার করেনি। উনারা জানান সকলে ভেবেছে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসাযাবে তাই উনারা দমকল বাহিনীর কর্মীদের খবর দেননি। অবশেষে দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
0 মন্তব্যসমূহ