আগরতলা, ২৮ফেব্রুয়ারী: হাতে আর একদিন মাত্র বাকি তারপর ত্রিপুরা বিধানসভার ভোট গণনা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুরু হবে ভোট গণনা। রাজ্যের মোট ২১টি গণনা কেন্দ্রে এক সঙ্গে গণনা শুরু হবে। রাজধানী আগরতলার উমাকান্ত একাডেমীতে গণনা অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রে সবচেয়ে বেশি সংখ্যক বিধানসভা আসনের গণনা হয়, এখানে মোট ১৪ টি বিধানসভা কেন্দ্রের গণনা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে গণনার সবকিছু প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার উমাকান্ত একাডেমির গণনা কেন্দ্রটি পরিদর্শন করলেন রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিক কিরণ গিত্যে। এই সময় তার সঙ্গে ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধনসহ অন্যান্য অধিকারীকরা।
তিনি গণনা কেন্দ্রের খুঁটিনাটি প্রস্তুতি ঘুরে দেখেন। পরিদর্শনকালে কিরণ গিত্যে উপস্থিত সাংবাদিকদের বলেন, বৃহস্পতিবার সকাল আটটা থেকে গণনা শুরু হবে। তার জন্য রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রের টার্নিং অফিসারেরাপ্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছেন। আগরতলার ১৪ টি বিধানসভা আসনের গণনার জন্য ১৪ টি কাউন্টিং টেবিল প্রস্তুত করা হয়েছে। তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ভোটের মত গণনা শান্তিপূর্ণ হবে বলে আশা ব্যক্ত করেন।
0 মন্তব্যসমূহ