Advertisement

Responsive Advertisement

ভোট গননাকে কেন্দ্র করে সমস্ত নিরাপত্তার দিকগুলো পরিদর্শন করলেন শান্তিরবাজার মহকুমা শাসক



শান্তিরবাজার, ১মার্চ : আগামীকাল বিধানসভা নির্বাচনের ভোটগননার কাজ শুরুহবে। শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয়ে ৩৬ শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের ও ৩৮ জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের ভোট গননা করা হবে। গনদেবতার রায় ষ্ট্রং রুমে কঠোর নিরাপত্তার মধ্যে বন্ধীরয়েছে। এই গনদেবতার রায় প্রকাশে যাতে করে কোনো প্রকারের অপ্রতিকর ঘটনানাঘটে প্রতিনিয়ত তারই প্রয়াস চালিয়ে যাচ্ছে শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের রিটানিং অফিসার তথা শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য ও জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের রিটানিং অফিসার তথা শান্তিরবাজার মহকুমার অতিরুক্ত মহকুমা শাসক বিপুল দাস। আগামীকাল ভোটগনকাকে কেন্দ্রকরে সমস্ত প্রকারের ব্যাবস্থা করা হয়েছে। বুধবার ভোট গনানর বিভিন্ন পক্রিয়াগুলো পরিদর্শন করলেন শান্তিরবাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য ও অতিরুক্ত মহকুমা শাসক বিপুল দাস সহ অন্যান্যরা। দুই বিধানসভার দুইজন রিটানিং অফিসারের উদ্দ্যোগে সুষ্ঠভাবে ভোট গ্রহনের পক্রিয়া সম্পন্ন হয়েছে। আগামিদিনেও এই দুই আধিকারিকের প্রচেষ্টায় ভোট গননার কাজ সুষ্ঠ ভাবে সম্পন্নহবে তাআর বলার অপেক্ষা থাকেনা। ভোটগনাকে কেন্দ্রকরে বিভিন্ন দিকগুলো সংবাদমাধ্যমের সামনে তুলেধরলেন শান্তির বাজার মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য। তিনি জানান সমস্তপ্রকারের ব্যাবস্থা করাহয়েছে এবং সংবাদমাধ্যমের জন্য নির্বাচন কমিশনের আদেশ অনুসারে সমস্ত প্রকারের ব্যাবস্থাকরে রাখাহয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ