আগরতলা, ১২ মার্চ ২০২৩: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা শনিবার নয়াদিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সৌজন্যমূলক সাক্ষাতকারে মিলিত হন। রাজ্যবাসীর পক্ষ থেকে মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতিকে শুভেচ্ছা স্মারক তুলে দেন। রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে মুখ্যমন্ত্রীর আলোচনা হয়। দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর পদে আসীন হবার পর এটাই রাষ্ট্রপতির সঙ্গে মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহার প্রথম সৌজন্যমূলক সাক্ষাত।
এছাড়াও মুখ্যমন্ত্রী আজ নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাত করেন। কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকারে রাজ্যের উন্নতিকল্পে বিভিন্ন বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।
0 মন্তব্যসমূহ