Advertisement

Responsive Advertisement

রাজ্য বায়োটেকনোলজি দপ্তরকে স্কচ সিলভার অ্যাওয়ার্ড

আগরতলা, ১০মার্চ ২০২৩: রাজ্যের সাফল্যের মুকুটে আরো একটি পালক যুক্ত হল। জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে স্বীকৃত সংস্থা স্কচ গ্রুপ রাজ্য বায়োটেকনোলজি দপ্তরকে স্কচ সিলভার অ্যাওয়ার্ড প্রদান করেছে। মূলত বায়োভিলেজ ২.০ প্রকল্প বাস্তবায়নের জন্য এই সম্মান দেওয়া হয়েছে। শুক্রবার এই উপলক্ষে এক অনলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে দপ্তরের তরফে অংশ নেন সিনিয়র সিন্টিফিক অফিসার অঞ্জন সেন গুপ্ত। তিনি অনলাইনে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। তিনি এদিন বায়োভিলেজ ২.০ এর বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। যা শুনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশ গ্রহনকারীরা ভুয়াসী প্রশংসা করেন। 
জাতীয় স্তরে সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের উদ্ভাবনী প্রকল্পের মূল্যায়নের জন্য যতগুলি জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম স্কচ গ্রুপ। এই সংস্থাটি বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প বা স্কিমের সঠিক পর্যবেক্ষণ, পর্যালোচনার মাধ্যমে বিভিন্ন স্তরের সম্মান প্রদান করে থাকে। ত্রিপুরা রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর তার বায়োভিলেজ ২.০ প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যে বেশ কয়েকবার জাতীয় এবং রাজ্য স্তরের খবরের শিরোনামে এসেছিল। এই বায়োভিলেজ ২.০ স্কচ গ্রুপ কর্তৃক ২০২২ সালের সিলভার অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হয়। স্কচ গ্রুপ'র বিচারক গণ যারা দেশের বিভিন্ন উদ্ভাবনী প্রকল্পের মধ্যে বায়োভিলেজ ২.০ প্রকল্পের বিভিন্ন দিকের প্রশংসা করেন এবং ফলস্বরূপ এই প্রকল্পে সিলভার অ্যাওয়ার্ড সম্মানে ভূষিত হয়। এখানে উল্লেখ্য যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনার মন কি বাত অনুষ্ঠানে গত ৩০ অক্টোবর ২০২২ ইং তারিখে বায়ো ভিলেজ ২.০ প্রকল্পের ভুয়সী প্রশংসা করেন। শুক্রবার এই সম্মাননার চূড়ান্ত পর্ব ছিল। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ