আগরতলা, ১৮ মার্চ ২০২৩: পুষ্টিগুণের সমৃদ্ধ এবং বাণিজ্যিক ভাবে অধিক মুনাফাকারী ফসল মিলেট। তাই ভারত এর প্রচার প্রসারে গুরুত্ব দিয়েছে। ভারত সরকারের আহ্বানে সাড়া দিয়ে ২০২৩সালকে আন্তর্জাতিক মিলেট বর্ষ হিসেবে ঘোষণা করেছে জাতিসংঘ। তাই মানুষের মধ্যে মিলেটের বিষয়ে স্বচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে নানা কর্মসূচী হাতে নেওয়া হয়েছে ভারত জোড়ে। এর প্রেক্ষিতে শনিবার সারা ভারত জোড়ে এক যোগে প্রচার কর্মসূচী চালানো হয়। রাজধানী দিল্লী থেকে দেশবাসীর উদ্দেশে বার্তা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এর অংশ হিসেবে এদিন ত্রিপুরা সরকারের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর সারা রাজ্য ব্যাপি মিলেট চাষ ও এর পুষ্টির বিষয়ে আলোচনা সভার আয়োজন করে। রাজধানীর নতুননগর এলাকার কৃষি সেক্টর অফিসে উদ্যোগে পশ্চিম জেলা ভিত্তিক আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়িকা অন্তরা দেব সরকার, আগরতলা পুর নিগমের ২, ৩ এবং ৬নং ওয়ার্ডের কর্পোরেটর যথাক্রমে শর্মিষ্ঠা বর্ধন, জগদীশ দাস এবং মিঠুন দাস, কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের পশ্চিম জেলা অফিসের ডেপুটি ডিরেক্টর উত্তম দাস, মিলেটের সফল চাষী চিন্ময় বীণ প্রমুখ। রিসোর্স পার্সন হিসাবে ছিলেন ড. দেবব্রত পাল।
এদিনের এই কর্মসূচিতে বড়জলা এলাকার শতাধিক কৃষক অংশ নিয়েছিলেন।
উপস্থিত বক্তারা মিলেট চাষের বিভিন্ন বিষয় বিশেষ করে আর্থিক লাভের বিষয়টি গুরুত্ব সহকারে তুলে ধরেন। পাশাপাশি বিভিন্ন ধরনের মিলেটের প্রদর্শনীও করা হয় এদিন উপস্থিত কৃষকদের মধ্যে।
0 মন্তব্যসমূহ