আগরতলা, ২৩মার্চ: ত্রিপুরা বিধানসভায় অধ্যক্ষ নির্বাচনের জন্য ভোটের প্রয়োজন পড়লো। কারণ বেশ কয়েক বছর ধরে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন কোন ধরনের প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সকল রাজনৈতিক দলের বিধায়কদের সর্বসম্মতিক্রমে। কিন্তু এবছর তার ব্যতিক্রম লক্ষ্য করা গেল। সম্প্রতি বাম কংগ্রেস জোট অধ্যক্ষ হিসেবে কংগ্রেস বিধায়ক গোপাল রায়ের নাম প্রস্তাব করে। তিপ্রামথা দলও পরবর্তী সময়ে গোপাল রায়কে অধ্যক্ষ করার বিষয়ে সম্মতি প্রকাশ করে। কিন্তু শাসক দল বিজেপি বিরোধীদের আবেদনের সমর্থন জানায়নি। তাই ধরে নেওয়া যাচ্ছিল যে এক্ষেত্রে ভোটের প্রয়োজন হবে। ইতিমধ্যে শুক্রবার(২৪ মার্চ) থেকে বিধানসভা অধিবেশনের ঘোষণা দেওয়া হয়।
এই পরিস্থিতিতে বিধানসভার অধ্যক্ষ নির্বাচনের জন্য ভোটের প্রয়োজন হয়ে পড়ে। তাই বিধানসভার সচিবালয় থেকে ভোটের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয় এবং জানানো হয় শুক্রবার বিধানসভা অধিবেশন শুরুর আগে অধ্যক্ষ নির্বাচনের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার(২৩ মার্চ) মনোনয়নপত্র জমা করেন অধ্যক্ষ পদপ্রার্থীরা। যথারীতি বিরোধী পক্ষের অধ্যক্ষ পদপ্রার্থী গোপাল রায় মনোনয়নপত্র জমা করেন বিধানসভার সেক্রেটারি বি পি কর্মকারের কাছে। এদিন বিজেপির অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে বিশ্ববন্ধু সেন মনোনয়নপত্র জমা করেন।
শুক্রবার ভোট গ্রহণের পর জানা যাবে কে হচ্ছেন অধ্যক্ষ। তবে ধরে নেওয়া যাচ্ছে বিশ্ববন্ধু সেনই অধ্যক্ষ হতে চলেছেন। কারণ বিজেপি আইপি একটি জোটের কাছে রয়েছে ৩৩ জন বিধায়ক অর্থাৎ ৩৩ টি ভোট অপরদিকে বিরোধীদের শিবিরে রয়েছে মোট ২৭ টি ভোট।
0 মন্তব্যসমূহ