Advertisement

Responsive Advertisement

কোকনাট ডেভলাপমেন্ট বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত হল নারিকেল মেলা

শান্তিরবাজার, ৯ মার্চ ২০২৩: বর্তমান সময়ে বাজারে নারিকেলের বেশ চাহিদা রয়েছে। বৈজ্ঞানিক পদ্ধতিতে সঠিক ভাবে নারিকেল চাষকরে আর্থিক দিকদিয়ে সাবলম্বী হওয়া সম্ভব। নারিকেল চাষের বিভিন্ন দিকগুলো নিয়ে ও নারিকেলের বিভিন্ন কাজ সম্পর্কে শান্তিরবাজার মহকুমার ইছাছড়াস্থিত কোকনাট ডেভলাপমেন্ট বোর্ড'র উদ্যোগে কৃষকদের নিয়ে হল নারিকেল মেলা। বৃহস্পতিবারের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মনু বিধানসভা কেন্দ্রের নবনির্বচিত বিধায়ক মাইলাফ্রু মগ। প্রধান অতিথির পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোকনাট ডেভলাপমেন্ট বোর্ডের এসিস্টেন্ট ডিরেক্টর বি চিন্নারাজ, এগ্রিকালচারের সেক্টর অফিসার সৌরভ সাহা ও স্বর্ণজিৎ দের্বমা সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কোকনাট ডেভলাপমেন্ট বোর্ডের এসিস্টেন্ট ডিরেক্টর বি চিন্নারাজ জানান নারিকেলের বাণিজিক দিক গুলি। তিনি নারিকেল থেকে উৎপাদন বিভিন্ন সামগ্রীর কথা তুলে ধরেন। নারিকেল থেকে মাথায় দেওয়ার জন্য তেল, বডি ওয়েল, চিপস, জুস, ঔষধ থেকে শুরু করে বিভিন্ন প্রকারের সামগ্রী তৈরি করা হয়। নারিকেল থেকে তৈরি সামগ্রীর সেম্পল নিয়ে প্রদশনী করা হয়। বি চিন্নারাজ, জানান তাদের মূল লক্ষ্য যাতে করে ত্রিপুরার লোকজনেরা এই সকল সামগ্রী তৈরি করে আর্থিক দিক দিয়ে সাবলম্বী হতে পারে। নারিকেল থেকে কি কি সামগ্রী তৈরি করা হয় তা নিয়ে তিনি সকলের মাঝে বার্তা পৌঁছে দিতে চাইছেন। বি চিন্নারাজের এই ধরনের কর্মসূচী থেকে নব নির্বাচিত বিধায়ক খোবই আপ্লুত হয়েছেন। তিনি অনুষ্ঠান শেষে নারিকেল বাগান পরিদর্শন করেন এবং আগামীদিনে কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্যে নারিকেল চাষে গুরুত্ব দেওয়া হবে বলে জানান। ইছাছড়া কোকনাট ডেভলাপমেন্ট বোর্ডে অয়োজিত নারিকেল মেলায় উপস্থিত লোকজনদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দিপনা লক্ষ্য করা যায়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ