আগরতলা: জম্মু-কাশ্মীর থেকে কেরালা, পাঞ্জাব থেকে অরুণাচল প্রদেশ ভারতের বিভিন্ন রাজ্যের মোট ৩০ জন বিশিষ্ট শিল্পী এবং রাজ্যের একত্রিশ জন জুনিয়র শিল্পীদের হাতে তৈরি কাষ্ঠ ভাস্কর্য শিল্পকলা নিয়ে এক প্রদর্শনী চলছে রাজধানী আগরতলার নজরুল কলাক্ষেত্রে। ললিতকলা একাডেমির ত্রিপুরা রিজিওনাল সেন্টারের উদ্যোগে এই শিল্পকলা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এর আনুষ্ঠানিক উদ্বোধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলার বিবেকনগরের রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী শুভকারানন্দ মহারাজ, ত্রিপুরা হাইকোর্টের বিচারপতি অরিন্দম লোধ, ললিতকলা একাডেমীর সদস্য সমন মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানের বক্তব্য রাখতে গিয়ে স্বামী শুভকারানন্দ মহারাজ শিল্পীদের কাজের খুব প্রশংসা করেন। তিনি বলেন তারা এই কাজগুলি মাত্র ৭ দিনের সম্পন্ন করেছেন অথচ এই ভাস্কর্যগুলো তৈরি করতে কম করো তিনমাস সময় লাগার কথা। সেই সঙ্গে তিনি শিল্পীদের প্রতি আহ্বান রাখেন তাদেরকে শিল্পকর্মের পাশাপাশি এগুলি বিষয়বস্তু সম্পর্কে কিছু লেখা থাকলে বুঝতে আরো সুবিধা হত। অপরদিকে বিচারপতি অরিন্দম লোধ বক্তব্য রাখতে গিয়ে শিল্পকর্ম এবং তাদের শিল্পীদের প্রশংসা করেন। পাশাপাশি তিনি বলেন এই শিল্পকর্মগুলো যদি বিক্রি করা হতো তাহলে মানুষ এগুলো তাদের বাড়ি নিয়ে যেতে পারতেন বলে জানান।
অপরদিকে সুমন মজুমদার জানান খুব দ্রুত ললিতলা একাডেমী ত্রিপুরা আঞ্চলিক কেন্দ্রে ২০লক্ষ টাকা খরচ করে একটি গ্রাফিক্স স্টুডিও করা হবে। এটি তৈরি হলে রাজ্যে শিল্পীদের উপকার হবে বলে জানান তিনি।
প্রদর্শনীকে ঘিরে সাধারণ মানুষের ব্যাপক কথা ও লক্ষ্য করা যাচ্ছে।
0 মন্তব্যসমূহ