Advertisement

Responsive Advertisement

কেরালা পুলিশের চেষ্টায় তেলিয়ামুড়া থেকে তিন হ্যাকার আটক

তেলিয়ামুড়া, ১৯মার্চ ২০২৩: তিনজন কুখ্যাত ব্যাংক হ্যাকারকে আটক করল পুলিশ। ত্রিপুরা পুলিশের সহায়তায় কেরালা পুলিশ তাদের তেলিয়ামুড়া থেকে  আটক করতে সক্ষম হয়।     
কেরালা রাজ্যের জনৈক মহিলার ব্যাংক একাউন্ট থেকে দুই ধাপে মোট ৫ লাখ ৫১হাজার টাকা হ্যাক করে হাতিয়ে নেয় তিন হ্যাকার বলে অভিযোগ। তদন্তে নেমে কেরালা পুলিশ জানতে পারে এই তিনজনের বাড়ি রাজ্যের খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমায়। এর মধ্যে একজন কুঞ্জমুড়া এলাকার বাসিন্দা পেশায় সরকারি শিক্ষক সঞ্জীত জমাতিয়া। এই ঘটনায় সে মূল অভিযুক্ত বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। তাকে সহযোগিতা করেছে মুঙ্গিয়াকামী এলাকার সুরজ দেববর্মা এবং মিলিংমালা এলাকার বাসিন্দা কুমার জমাতিয়া।
কেরলা রাজ্যের মহিলা স্থানীয় থানায় তার একাউন্ট থেকে ৫ লক্ষ ৫১ হাজার টাকা হ্যাক করার বিষয়টি জানায়। কেরালা রাজ্যের থানার পুলিশ মহিলার লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চালায়। তদন্ত সাপেক্ষে পুলিশ জানতে পারে মহিলার একাউন্ট থেকে ত্রিপুরা রাজ্যের তেলিয়ামুড়া মহকুমার মুঙ্গিয়াকামী এলাকার বাসিন্দা সুরজ দেববর্মা এবং তেলিয়ামুড়া থানাধীন মিলিংমালা এলাকার বাসিন্দা কুমার জমাতিয়ার একাউন্টে টাকাগুলি জমা পড়েছে। সেই সূত্র ধরে কেরালা রাজ্যের পুলিশ তেলিয়ামুড়া থানার সহযোগিতায় মাস্টার মাইন্ড সঞ্জিত জমাতিয়াসহ দুই সহযোগী কুমার জমাতিয়া এবং সুরজ দেববর্মাকে শনিবার গভীর রাতে মুঙ্গিয়াকামী, মিলিংমালা এবং কুঞ্জমুড়া থেকে আটক করে।
জানা গেছে সঞ্জিত দেববর্মা সাথে চুক্তি হয় সূরজ দেববর্মা এবং কুমার জমাতিয়ার দুজনকে ১০শতাংশ করে কমিশন দেওয়া হবে। আরো জানা গেছে মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ২৩ লক্ষ টাকা হ্যাক করে নেওয়া হয়েছে। নাইজেরিয়ার কুখ্যাত ব্যাংক হ্যাকার এই কাজে জড়িত রয়েছে বলেও সূত্রের খবর। রবিবার তিনজনকে খোয়াই আদালতে তোলা হয় এবং পাঁচদিন এর রিমান্ড এর আবেদন জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ