আগরতলা, ১৬ মার্চ ২০২৩: জাতীয় স্তরে রাজ্যের নাম উজ্জ্বল করলো বনদপ্তরের কর্মীরা। চারটি সোনা এবং একটি করে রুপো ও ব্রোঞ্জের পদক জয় করলেন বনকর্মীরা। সম্প্রতি হরিয়ানা রাজ্যের পঞ্চকুলা এলাকায় ২৬ অল ইন্ডিয়া ফরেস্ট স্পোর্টস মিট অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরা সরকারের বনদপ্তরের কর্মীরা অংশ নিয়ে ছিল। এই আসরে সাঁতার প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে রাজ্যের প্রতিযোগীরা মোট ছয়টি পদক জয় করে। এর মধ্যে চারটি রুপো পদক জয় করেন আমান হোসেন এবং দীপক বর্মন একটি রুপো এবং একটি ব্রোঞ্জ পদক জয় করেন। তাদের এই সাফল্যে খুশি গোটা বনদপ্তরসহ ও রাজ্যের সাধারণ মানুষ।
0 মন্তব্যসমূহ