তেলিয়ামুড়া: বন্য হাতির উপদ্র এলাকায় দাঁতাল হাতির শরীরে জিপিএস রেগুলেটর লাগানোর কাজ শুরু করল খোয়াই জেলার বনদপ্তরের উদ্যোগে। এ নিয়ে হাতি বিশেষজ্ঞ এক প্রতিনিধি দল হাতি প্রবণ এলাকাগুলি সরোজমিনে পরিদর্শন করলো। এই খবর দিয়ে খোয়াই জেলা বন আধিকারিক অর্থাৎ DFO অক্সয় ভোরদে জানান,, বন্য হাতির দল সময়ে অসময়ে কৃষ্ণপুর, মধ্যকৃষ্ণপুর , উত্তর কৃষ্ণপুর, জুমবাড়ি, বালু ছড়া সহ বিস্তীর্ণ কৃষি প্রধান এলাকা গুলিতে নির্বিচারে তান্ডব লীলা চালায়। এবার খোয়াই জেলা বন আধিকারিকের নেতৃত্বে হাতি বিশেষজ্ঞ এক প্রতিনিধি দল হাতি প্রবণ এলাকাগুলি সরোজমিনে পরিদর্শন করেন। এই হাতি প্রবন এলাকা গুলি পরিদর্শন করার পর বিশেষজ্ঞ প্রতিনিধি দলটি মুঙ্গিয়াকামি হাতি ক্যাম্পটি পরিদর্শন করেন। এরমধ্যে একটি বন্য দাতাল হাতির শরীরে জিপিএস রেগুলেটর লাগানো হয়। সেই বন্য দাতাল হাতির শরীরে জিপিএস রেগুলেটর দ্বিতীয়টি লাগানো হবে আগামী এপ্রিল মাসে। এমনটাই জানালেন খোয়াই জেলা বন আধিকার অক্সয় ভোরদে। তবে হাতি বিশেষজ্ঞ প্রতিনিধি দলটি হাতি প্রবণ এলাকাগুলির পাশাপাশি হাতি ক্যাম্পেও বিভিন্ন বিষয়ে পরিদর্শন করে খোঁজখবর নেন। উদ্দেশ্য বন্য দাতাল হাতির তাণ্ডব কিভাবে প্রতিরোধ করা যায়। এছাড়াও বন্য দাঁতাল হাতির শরীরে জিপিএস রেগুলেটর লাগানোর উদ্দেশ্যটা হল দাঁতাল হাতির লোকেশন জানার জন্য। তবে সেই যাই হোক না কেন আরো একটি জিপিএস রেগুলেটর লাগাবে বনদপ্তরের কর্মীরা আগামী এপ্রিল মাসে। অন্যদিকে এই প্রতিনিধির দলটি অর্থাৎ হাতি বিশেষজ্ঞ ব্যক্তিবর্গরা ব্যাঙ্গালোর থেকে এবং ওয়ার্ল্ড লাইফের উপর একটি এনজিওর কর্মকর্তারাও এসেছিলেন হাতির প্রবন এলাকা গুলি প্রদর্শন করার জন্য।
0 মন্তব্যসমূহ