Advertisement

Responsive Advertisement

রাজধানী থেকে দুই মহিলাসহ ১৬জনের এক চোরচক্রকে জালে তোললো পুলিশ

আগরতলা, ২০মার্চ ২০২৩: পুলিশের তৎপরতায় বড়োসড়ো চুরির ঘটনা থেকে রক্ষা পেলো আগরতলা। রবিবার আগরতলা থেকে মহিলাসহ মোট ১৬জনের চোরের দলকে জালে তোলতে সক্ষম হয়। 
রাজধানী আগরতলা শহরে বেশ কিছুদিন ধরেই চোর চক্রের উপদ্রব শুরু হয়। এই চোর চক্রের উপদ্রবে নাজেহাল সাধারণ জনগণ। রবিবার আগরতলা বটতলা ফাঁড়ির পুলিশ, রামনগর ফাঁড়ির পুলিশসহ পশ্চিম থানার পুলিশের যৌথ উদ্যোগে চোর চক্রসহ ডাকাত দলের বড়সড় পাণ্ডাদের আটক করে পশ্চিম থানায় নিয়ে আসা হয়। যাদের মধ্যে ১৪জন যুবক এবং ২ জন মহিলা রয়েছে। তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে পুলিশ। এই মধ্যে রয়েছে বহু মূল্যবান ধাতব মূর্তিও। এদিন রাতে পশ্চিম আগরতলা থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সমস্ত বিষয়ে তুলে ধরেন সদর এসডিপিও অজয় কুমার দাস। তিনি বলেন বিশেষ সূত্রে তাদের কাছে খবর আসে যে একটি দল রাজধানীর প্রগতি স্কুলের পাশ থেকে। মূলত চুরির উদ্দেশ্যে তারা জড়ো হয়েছে বলে যখন নিশ্চিত হন তখন তাদের আটক করা হয়েছে। এদের মধ্যে ১৪জন যুবক এবং ২ জন মহিলা রয়েছে। তাদের কাছে দা, ছুরি,চাকু বিভিন্ন ধরণের অস্ত্রসহ ড্রিল মেশিন পাওয়া গিয়েছে। সেই সঙ্গে বিপুল পরিমাণ চুরির সামগ্রী উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে। এর মধ্যে রয়েছে ঘরের বিভিন্ন সামগ্রী, মন্দিরের সামগ্রী, মূর্তি। তিনি আরো জানান প্রাথমিক জিজ্ঞাসা বাদে তারা স্বীকার করেছে গত কিছুদিন ধরে আগরতলা শহরে যে সকল চুরির ঘটনা ঘটেছে তারা এই সকল চুরির সঙ্গে জড়িত রয়েছে। তিনি আরো জানান গত কদিনে আগরতলার বিভিন্ন এলাকার থেকে চুরি যাওয়া ৫টি বাইক উদ্ধার করে, রবিবার একদিনে মোট ৩টি বাইক উদ্ধার করেছে। সেই সঙ্গে অজয় কুমার দাস আরো বলেন যারা এ সকল চুরি যাওয়া বাইক সহ সামগ্রী গুলি কিনছে তাদের বিরুদ্ধেয়েও পদক্ষেপ নেওয়া হবে। 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ