Advertisement

Responsive Advertisement

জল জীবন মিশনে রাজ্যেকে কেন্দ্রের বরাদ্ধ আরো ২০০০কোটি টাকা

আগরতলা, ১৯মার্চ ২০২৩: রাজ্যের সাধারণ মানুষের ঘরে ঘরে পরিশ্রত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাপক কাজ করছে রাজ্যে সরকার। ইতিমধ্যের রাজ্যের ৬৮শতাংশ ঘরে পরিশ্রত পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে। বাকি ঘর গুলিতের জলের সংযোগ দেওয়ার জন্য কাজ চলছে। রাজ্য সরকারের এই কাজে খুশী হয়ে কেন্দ্রীয় সরকার আরো ২,০০০কোটি টাকা বরাদ্ধ করেছে। এই বিষয়ে রবিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তরফে এই বিষয়ের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, তিনিও জানতে পেরেছেন ভারত সরকারের তরফে আজকে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাড়তি টাকা বরাদ্দ করা হয়েছে। তবে কত টাকা বরাদ্দ করা হয়েছে তা তিনি নিশ্চিত ভাবে জানাননি। এ বিষয়ে তার অভিমত সবকিছু দেখার পর তিনি নিশ্চিত ভাবে বলতে পারবেন কত টাকা দেওয়া হয়েছে। তবে কেন্দ্র সরকারের এই সহায়তায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দরকার যে আরো গতি আসবে বলেও উল্লেখ করেন তিনি।
২০২২সালের মাজামাঝি সময়ের মধ্যেই রাজ্যে জল জীবন মিশন প্রকল্পে ৩,৬৬,২৩৩টি পরিবারে নলের মাধ্যমে পানীয়জল পৌঁছে দেওয়া হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ