আগরতলা, ৮মার্চ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে ত্রিপুরা রাজ্যের নতুন মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করলেন। বুধবার রাজধানী আগরতলার সাবেক আস্তাবল ময়দান এবং বর্তমান স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে এই শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এগারোটার কিছুক্ষণ পর ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল সত্য দেওনারায়ন আর্য নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ করান।
এদিন সবার প্রথম মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা শপথ বাক্য পাঠ করেন। এরপর একে একে রতনলাল নাথ, প্রানজিৎ সিংহ রায়, সান্তনা চাকমা। সুশান্ত চৌধুরী, টিংকু রায়,বিকাশ দেববর্মা, সুধাংশু দাস এবং শুক্লাচরণ নোয়াতিয়া। শুধু মাত্র শুক্লাচরণ নোয়াতিয়া জোট শরিক আইপিএফটি দলের সদস্য।
এই সময় শপথ মঞ্চে রাজ্যপাল এবং শপথ গ্রহণকরা নতুন মন্ত্রী সভার সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, জে পি নাড্ডা, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মনিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী প্রেমা খান্ডু, ভারত সরকারের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, সাংসদ রেবতী ত্রিপুরা প্রমুখ।
0 মন্তব্যসমূহ